৩-০তে জয় পেয়ে ফের চমক দেখালো রিয়াল
স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার মিশনের শুরুতেই জয় পেয়েছে রিয়াল। দেপোর্তিভো লা করুনার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।
স্প্যানিশ সুপার কাপে পাওয়া নিষেধাজ্ঞার কারণে পাঁচ ম্যাচ মাঠের বাইরে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে দলের সবচেয়ে বড় এ তারকাকে ছাড়াই জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।
প্রতিপক্ষের মাঠ এস্তাদিও মিউনিসিপ্যাল ডি রিয়াজোরে রোনালদোর অভাব যেন ভক্তদের বুঝতেই দেয়নি গ্যারেথ বেল-ক্যাসেমিরো-ক্রসরা।
দুর্দান্ত ছন্দে থেকে দলকে জয় উপহার দেন তারা।
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতে বেশ ফুরফুরেই ছিল রিয়াল। এবার লা লিগায় দেপোর্তিভোর বিপক্ষে জিতে ধারাবাহিকতা জানান দিল জিনেদিন জিদানের দলটি।
দেপোর্তিভোর গোলরক্ষকের ভুলে ২০ মিনিটে এগিয়ে যায় রিয়াল। ওই সময় লুকা মদ্রিচের দূরপাল্লার শট ঠিক মতো ধরতে পারেননি স্পেনের রুবেন। ফিরতি বলে ঠিকমতো শট নিতে পারেননি করিম বেনজেমা। তবে দ্রুত বেগে ছুটে এসে গ্যারেথ বেল দেপোর্তিভোর জালে বল পাঠান। এরপর ম্যাচের ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্যাসেমিরো। এসময় নিজেদের মধ্যে কয়েকবার বল দেওয়া নেওয়ার পর ডান দিক থেকে বাঁয়ে ক্রস দেন ইসকো। বুক দিয়ে বল নিয়ন্ত্রণে নিয়ে কিছুটা এগিয়ে গোলমুখে পাস দেন মার্সেলো আর সেখান থেকে প্রতিপক্ষের পোস্টে বল পাঠান ক্যাসেমিরো।
রিয়াল মাদ্রিদের হয়ে দলের তৃতীয় গোলটি করেন টনি ক্রুস। ম্যাচের ৬২ মিনিটে বেলের কাছ থেকে বল পেয়ে জোরালো শটে দেপোর্তিভোর গোলরক্ষককে ফাঁকি দেন জার্মান এ তারকা। শেষপর্যন্ত আর গোল না হওয়ায় ৩-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে জিদানের রিয়াল মাদ্রিদ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন