৩০ বছর পর দেখা মিলেছে সেই গেছো ইঁদুরের!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/08/rat-700x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পশ্চিম অস্ট্রেলিয়ায় কালো পায়ের গেছো ইঁদুর বিলুপ্ত হয়ে গেছে এমনটাই ভেবেছিলেন গবেষকরা। না ভাবার কোনো কারণই ছিল না।
কারণ গত ৩০ বছর ধরেই পশ্চিম অস্ট্রেলিয়ায় এমন ইঁদুর চোখে পড়েনি তাদের।
গত বছর এক গবেষকের ক্যামেরায় সেই ইঁদুরই ধরা পড়েছিল। কিন্তু সবটাই দেখার ভুল ভেবেছিলেন। তারপরও একটা আশা থেকে মনিটরিং করা হয়েছিল। ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ থেকে সম্প্রতি নিশ্চিত হওয়া গেছে সত্যিই সেই ইঁদুর এখনো আছে! গবেষকরাও বিষয়টি নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত।
কালো পায়ের গেছো ইঁদুরগুলোর ওজন প্রায় ৮০০ গ্রাম হয়ে থাকে। সাদা-কালো রঙের মিশেলে তাদের লেজ তুলনামূলক লম্বা হয়ে থাকে।
সূত্র : বিবিসি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন