৪২ বলে নারী ক্রিকেটারের সেঞ্চুরি [ভিডিও]
টি-টোয়েন্টি ক্রিকেটে ৪২ বলে সেঞ্চুরির রেকর্ড গড়লেন গ্রেস হ্যারিস। বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগের খেলায় মেলবোর্ন স্টার্স নারী দলের বিপক্ষে এই রেকর্ড গড়েন ব্রিসবেন হিট নারী দলের এই ওপেনার।
বুধবার অস্ট্রেলিয়ার দ্য হবস ব্রিসবেনে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে মেলবোর্ন স্টার্স। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ওপেনার অ্যাঞ্জেলা রেকস।
জবাবে ব্যাটিংয়ে নেমে গ্রেস হ্যারিসের ব্যাটিং তাণ্ডবে ১০.৫ ওভারে ১০ উইকেটে জয়লাভ করে ব্রিসবেন হিট নারী দল। এদিন শুরু থেকেই একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন ব্রিসবেনের ওপেনার গ্রেস হ্যারিস। মাত্র ৪২ বল খেলে ১৩ চার ও ছয়টি ছক্কায় ১০১ রানের ঝলমলে ইনিংস খেলেন হ্যারিস।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৮ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন ডিনড্রা ডোটিন। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওমেন্স বিশ্বকাপের ম্যাচে এই রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের এই নারী ক্রিকেটার।
তবে ছেলেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড মিলার। ২০১৭ সালের অক্টোবরে তিনি বাংলাদেশ দলের বিপক্ষে ৩৫ বলে সাত চারও ৯ ছক্কায় ১০১ রান করেন মিলার। একই বছরের ডিসেম্বরে শ্রীলংকার বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি করেন ভারতের ওপেনার রোহিত শর্মা।
https://youtu.be/tCll5FjlY3o
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন