৬৪ বছরে এমন শুরু দেখেনি বিশ্বকাপ
শুরুর ২০টি ম্যাচ শেষ। রাশিয়ায় এখনো কোনো ম্যাচ ০-০ ব্যবধানে নিষ্পত্তি হয়নি। বিশ্বকাপের ইতিহাসে এই ঘটনা বেশ বিরল। ১৯৫৪ সালের পর প্রথম!
স্পেন-ইরান ম্যাচ দেখে মনে হচ্ছিল গোলশূন্যভাবে শেষ হতে পারে। ইরান শুরু থেকে রক্ষণাত্মক ফুটবলে মন দেয়। কিন্তু শেষ পর্যন্ত সেটি হয়নি। কস্তার ৫৪তম মিনিটের একমাত্র গোলে স্বস্তির জয় নিয়ে ফিরেছে স্পেন। এবারের আসরে কস্তার এটি তৃতীয় গোল।
রাশিয়া বিশ্বকাপে এখন পর্যন্ত বড় জয় স্বাগতিকদের। সৌদি আরবের বিপক্ষে তারা ৫-০ ব্যবধানে জয় পায়।
এখন পর্যন্ত সর্বাধিক গোলদাতা রোনালদো। দুই ম্যাচে তার গোল সংখ্যা চারটি। তিনটি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন রাশিয়ার চেরিশেভ এবং পর্তুগালের কস্তা।
দুটি করে গোল করেছেন তিনজন- রাশিয়ার আর্তেম জুবা, ইংল্যান্ডের হ্যারি কেন এবং বেলজিয়ামের রোমেলু লুকাকু।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন