৬৭ মামলায় জামিন পেয়ে কারামুক্ত ছাত্রদলের সাধারণ সম্পাদক
ছয় মাস কারাভোগের পর ৬৭ মামলায় আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হলেন ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি। সংগঠনের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পল্টন থানার সর্বশেষ মামলায় জামিন পেয়ে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হলে নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছায় জানায়।
প্রসঙ্গত, ১৭ নভেম্বর ২০১৭ সালে জাতীয় প্রেস ক্লাব থেকে তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন