‘৭ আগস্ট থেকে এনআইডি দিয়ে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2021/03/11-10.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আগামি ৭ আগস্ট থেকে জাতীয় পরিচয় পত্র নিয়ে গেলেই ইউনিয়ন পর্যায়ে পাওয়া যাবে করোনারভাইরাসের (কোভিড-১৯) টিকা।
জাতীয় পরিচয় পত্র না থাকলে বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়া ৫ আগস্ট পর্যন্ত চলবে কঠোর বিধিনিষেধ। এর আগে শিল্প কারখানা খুলছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার সচিবালয়ে করোনা সংক্রমণ রোধে করণীয় বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন দুই মন্ত্রী।
এসময় তারা বলেন, ৫০ বছরে বেশি জনগণকে টিকার আওতায় আনার জন্য নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সিদ্ধান্ত নেয়া হয়েছে, অনলাইনে টিকা কার্যক্রম সমস্যা হলে জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই টিকা দেয়া হবে।
এছাড়া ইউনিয়ন পর্যায়ে করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা কার্যক্রম বাড়ানোর নির্দেশ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১শে মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
এর আগে একই বছরের ২০শে জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি। এখন পর্যন্ত বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস (কোভিড-১৯)।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন