৭৯ বছরে সিডনিতে সবচেয়ে উষ্ণ দিন

প্রচণ্ড শীতে কাঁপছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রায় সব দেশ। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেছে অস্ট্রেলিয়ায়। গত ৭৯ বছরের মধ্যে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। রোববার সিডনিতে তাপমাত্রার পারদ ৪৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। গত আট দশকে ওই অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড এটি। খবর বিবিসি।
সিডনির পশ্চিমাঞ্চলীয় পেনরিথ শহরে রোববার তীব্র গরমে ঘেমে একাকার হয়েছেন বাসিন্দারা। ১৯৩৯ সালের পর এটাই সবচেয়ে উষ্ণ দিন ছিল। সে সময়ে তাপমাত্রা ৪৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
সিডনিতে অতিরিক্ত গরম ও শুষ্ক আবহাওয়ার কারণে দাবানলের আশঙ্কা দেখা দিয়েছে। শহরের বিভিন্ন স্থানে দমকলকর্মীদের সতর্কতাবস্থানে থাকতে বলা হয়েছে। প্রচণ্ড গরমে স্থানীয় লোকজনকে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পেনরিথে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তীব্র গরমের কারণে ব্রিটিশ ব্যাটসম্যানদের বেশ বেগ পোহাতে হয়েছে।
এছাড়া স্থানীয় সময় সকাল ১০টায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেলে আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টের ম্যাচ বাতিল করা হয়। খেলোয়ারদের বাধ্য হয়েই মাঝপথে খেলা থামিয়ে দিতে হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















