৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/IMG_20220416_110208-708x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কক্সবাজারের টেকনাফে নাফনদীর চরে অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবাসহ কামাল হোসেন নামে এক মিয়ানমার নাগরিককে আটক করেছে বিজিবি। কামাল মিয়ানমারের বুচিদং এলাকার মৃত আব্দুল গফফারের ছেলে।
শুক্রবার দিবাগত রাতে তাকে আটক করে বিজিবির সদস্যরা।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, শুক্রবার দিবাগত রাতে মিয়ানমার থেকে মাদকের চালান আসার সংবাদ পেয়ে পৃথক দুইটি বিশেষ টহল দল নাফনদীর জালিয়ার দ্বীপে কৌশলগত অবস্থান নেয়।
কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি নাফনদী সাতঁরিয়ে একটি প্লাস্টিকের বস্তা নিয়ে দ্বীপে আসে। এ সময় বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে ধাওয়া করে। পরে ২ কোটি ৪০লক্ষ টাকা মূল্যমানের ৮০হাজার পিস ইয়াবাসহ কামালকে আটক করে বিজিবি সদস্যরা। অন্যজন মিয়ানমার সীমান্তে পালিয়ে যায়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন