জমে উঠছে নির্বাচনি প্রচার, তবে থামেনি গ্রেপ্তার


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা৷ অন্যদিকে, নির্বাচন কমিশন বৃহস্পতিবার বৈঠক করেছেন আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে৷ পাবনায় ঐক্যফ্রন্টের প্রার্থীর গাড়ি বহরে হামলার অভিযোগ তোলা হয়েছে৷


দশম জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ২০১৪ সালে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা যেন একাদশে ফিরে না আসে, সেদিকে ‘সতর্ক দৃষ্টি’ দিতে আইন-শৃঙ্খলা বাহিনীকে তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা৷ বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইন-শৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভার উদ্বোধনী পর্বে তিনি এ তাগিদ দেন৷ ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় একাদশ সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও প্রাণহানিকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ মনে করা ঠিক হবে না বলেও মন্তব্য করেছেন তিনি৷ এ সময় নির্বাচন কমিশনের জন্য প্রয়োজনীয় মালামাল প্রস্তুতির ৯৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি৷

নির্দলীয় সরকারের অধীনে ভোটের দাবিতে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি ও তার শরিকরা৷ ভোটের দিন শতাধিক কেন্দ্রে আগুন দেওয়া হয়, সংঘাত-সহিংসতায় সেদিন প্রাণ যায় ভোটগ্রহণ কর্মকর্তাসহ অন্তত ১২ জনের৷

শেখ হাসিনার আহ্বান

বিএনপি-জামায়াত জোট সরকার আমলে বাংলাদেশ পাঁচবার ‘শীর্ষ দুর্নীতির দেশ’ হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির সেই বিস্তারে লাগাম টেনেছেন তিনি, আগামীতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়াই তাঁর লক্ষ্য৷ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের দ্বিতীয় দিনে ফরিদপুরে এক সভায় এই অঙ্গীকার করেছেন আওয়ামী লীগ সভানেত্রী৷

নির্বাচন কমিশনে বিএনপি’র নালিশ

ভোটের সময়ও বিএনপির নেতা, কর্মী, সমর্থকদের গ্রেপ্তারে তথ্য জানিয়ে নির্বাচন কমিশনে নালিশ দিয়েছে বিএনপি৷ বৃহস্পতিবার নির্বাচন ভবনে এসে পাঁচটি চিঠি দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সাংবাদিকদের বলেছেন, গ্রেপ্তার দেখে তাঁদের মনে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীই বিএনপির ‘প্রতিপক্ষ’৷ আলাল জানান, উত্তরায় ঐক্যফ্রন্টের সভামঞ্চ ভাংচুর ও মারধর, সভা পণ্ড করা হয়েছে৷ এছাড়া ফরিদপুর-২, ৩, ঢাকা-১, ২; নরসিংদী-২, ময়মনসিংহ-২, ৩, ১১; মাগুরা-১, ২; কুষ্টিয়া-৩, সিরাজগঞ্জ-২, ৩; পটুয়াখালী ১, মৌলভীবাজার-৩, ব্রাহ্মণবাড়িয়া-২, ৩, নেত্রকোণা-৩, মানিকগঞ্জ-১, ৩; চাঁদপুর-৪, নওগাঁ-২, রাজশাহী-৪ ও ৬ আসনে নেতা-কর্মীদের গ্রেপ্তার-হয়রানি করা হচ্ছে৷

রাজপথে তারকামেলা

আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার আহ্বানে রাজপথে নেমেছিলেন রূপালি জগতের এক ঝাঁক তারকা৷ তাঁদের সঙ্গে শামিল ছিলেন চিত্রশিল্পী, সংগীতশিল্পী, নাট্যকর্মী, খেলোয়াড়রাও৷ বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঢাকার বিভিন্ন রাস্তায় কভার্ডভ্যানে করে প্রচারপত্র বিলি করতে নামেন তাঁরা৷ এই প্রচারে ছিলেন জাহিদ হাসান, শাকিল খান, অরুণা বিশ্বাস, বাঁধন, নূতন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, তানভীন সুইটি, মাহফুজ, তারিন, শামীমা তুষ্টি, এস ডি রুবেল, সায়মন৷ নাট্যজন সৈয়দ হাসান ইমাম, কবি তারিক সুজাতও তাঁদের সঙ্গে যোগ দেন৷ এক সময়ের তারকা ফুটবলার সত্যজিৎ দাস রুপুও ছিলেন এই প্রচারাভিযানে৷

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনে নৌকাকে জয়ী করতে তারকাসমৃদ্ধ এই প্রচারাভিযান উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

বিএনপি প্রার্থী গ্রেপ্তার

গাজীপুর-৫ আসনের বিএনপি প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, মিলনের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানার সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে৷ সেই পরোয়ানার ভিত্তিতে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে তার গ্রামের বাড়ি কালীগঞ্জের বর্তুল থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে৷ মিলন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক৷

তাঁর স্ত্রী শম্পা হক সাংবাদিকদের জানান, মিলনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৩৩টি মামলা রয়েছে, কিন্তু তিনি সব মামলায় জামিনে রয়েছেন৷ বুধবার তিনি সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়ে বৃহস্পতিবার বাসায় ফেরেন৷ তখন তাকে গোয়েন্দা পুলিশ আটক করে নিয়ে যায়৷ এদিকে গাজীপুর-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থীর পরিচালনা কমিটির দুই সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ৷

আবু সাইয়িদের গাড়ি বহরে হামলার অভিযোগ

পাবনার সাঁথিয়ায় তাঁর গাড়ি বহরে আওয়ামী লীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ঐক্যফ্রন্টের প্রার্থী আবু সাইয়িদ৷ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে সাঁথিয়া বাজারে ওই হামলা হয় বলে থানায় অভিযোগ করেছেন তিনি৷

আওয়ামী লীগ ছেড়ে গণফোরামে যোগ দেওয়া পাবনা-১ আসনের প্রার্থী আবু সাইয়িদ ওই হামলার জন্য আওয়ামী লীগ প্রার্থী শামসুল হক টুকুর সমর্থকদের দায়ী করেছেন৷ এ ঘটনায় তিনিসহ দলের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন সাইয়িদ৷

পোস্টার পোড়ানোর দায়ে জরিমানা

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের আওয়ামী লীগের প্রার্থী মির্জা আজমের পোস্টার পুড়িয়ে ফেলার অভিযোগে আয়শা খাতুন নামে বিএনপির এক নারী সমর্থককে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত, অনাদায়ে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয় তাকে৷

-ডয়চে ভেলে