আওয়ামী লীগের এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল
নির্বাচন কমিশনে চলমান আপিল শুনানিতে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন।
বুধবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ সংক্রান্ত আপিল শুনানি শেষে বাবুলের প্রার্থিতা বাতিল করে রায় দেন।
বুধবার সকাল থেকে চতুর্থ দিনের আপিল শুনানি শুরু হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত রয়েছেন। ক্রমিক নম্বর অনুসারে বুধবার ৩০১-৪০০ নম্বর আপিলের শুনানি হবে।
যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন। এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিত কুমার রায়ও আপিল করেছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন