আওয়ামী লীগ কেন সেদিন পালিয়েছিল?- প্রশ্ন মঈন খানের
জিয়াউর রহমান যুদ্ধের সময় কলকাতায় আরাম আয়েশে পালিয়ে থাকেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (২৬ মার্চ) সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
স্বাধীনতার ঘোষক বিষয়ে ওবায়দুল কাদেরের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, কোনো ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে চাই না। তবে জানতে চাই আওয়ামী লীগ কেন সেদিন পালিয়েছিল?
মঈন খান বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় সারা বিশ্বের মানুষ জেনেছিল একটি স্বাধীন দেশের জন্ম হতে যাচ্ছে। আর জিয়া কলকাতার আরাম আয়েশে পালিয়ে থাকেননি। আমরা আওয়ামী লীগের মতো কারো টুঁটি চেপে ধরি না। বাক স্বাধীনতায় বিশ্বাস করি, যার যে বিতর্ক তোলার সে তুলবেই।
এ সময় ৫৩ বছর অতিক্রম হলেও স্বাধীনতার মূল উদ্দেশ্য বাস্তবায়ন হয়নি বলেও অভিযোগ করেন বিএনপির এ সিনিয়র নেতা।
মঈন খান বলেন, স্বাধীনতার পেছনে যে গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির প্রতিশ্রুতি ছিল সেটা কোথায় গেল? বর্তমান সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। আর বিশ্ববাসী বলছে সরকার বাকশাল-২ কায়েম করেছে।
দেশে মেগা উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন