‘আনিসুল এক পিস-ই হয়’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, আনিসুল হকের অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ায় এখন তাদের জন্য বড় চ্যালেঞ্জ। শনিবার দুপুরে বনানীর ৩২ নম্বর রোডের নিজ বাড়িতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ দেখে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি একথা জানান।ওবায়দুল কাদের বলেন, ‘আনিসুল হকের অসমাপ্ত কাজ শেষ করার বিষয়েই আমরা ভাবছি। বনানীর এই জনস্রোত প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন।’

আনিসুল হক এবং তিনি দু’জনেই নোয়াখালীর মানুষ উল্লেখ করে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, ‘গত বছর আমরা তাকে নোয়াখালীতে সংবর্ধনা দিয়েছি। সেই সাইনবোর্ড, ব্যানার এখনও ঝুলছে। শুধু তিনি নেই।’

স্মৃতিচারণ করে এ সময় তিনি বলেন, ‘যুগে যুগে আনিসুল হকরা এভাবেই এসে মানুষের মন জয় করেন। তার মতো মানুষ একজন ও এক পিস-ই। আরেকজন আনিসুল হক খুঁজে পাওয়া যাবে না।’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান টিভি ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও মেয়র আনিসুল হক। শনিবার দুপুরে তার মরদেহ ঢাকায় আনা হয়েছে।