আর ছক্কা মারবেন না গেইল!
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেই ছুঁয়েছেন শহীদ আফ্রিদির ৪৭৬ ছক্কার বিশ্বরেকর্ড। আর একটি ছক্কা হাঁকালেই পাকিস্তানের সাবেক অলরাউন্ডারকে টপকে তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ডটি ক্রিস গেইলের একার দখলে চলে যাবে।
কিন্তু ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব বলছেন রেকর্ডটা ওইখানেই রেখে দিতে চান। অর্থাৎ আর ছক্কা না মেরে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের গৌরব সমানভাবেই আফ্রিদির সঙ্গে ভাগ করতে চান। বাংলাদেশের বিপক্ষে টি ২০ সিরিজে না খেলে এখন ভারত সফরে আছেন গেইল।
সেখানে ভারতীয় সাংবাদিক সাজ সাদিক গেইলের বরাতে জানিয়েছেন, ছক্কা নিয়ে মাথা ঘামাতে চান না তিনি। গেইলের অফিসিয়াল টুইটার সামলানোর ভার এই সাদিকের উপরেই। ‘আফ্রিদির ৪৭৬ ছক্কার রেকর্ডটা ছুঁতে পারা দারুণ। কেমন হয় যদি আমি আর ছক্কা না মারি।’ ওয়েবসাইট।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন