আশুরার দিন আমদের মুসলিম হিসেবে করণীয় ও বর্জনীয়
মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। কারবালার হৃদয়বিদারক ঘটনা আশুরাকে আরও বেশি মহিমান্বিত ও স্মরণীয় করে রেখেছে। তাই আশুরায় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আমাদের মুসলিম হিসাবে অবশ্যই পালন করা উচিত।
করনীয় :-
ক) আশুরার দিন রোজা রাখা মুস্তাহাব।
খ) বেশি বেশি তওবা-ইসতেগফার পাঠ করা।
গ) আশুরার দিন অন্যকে ইফতার করানো।
ঘ) ত্যাগ ও কোরবানির শিক্ষা গ্রহন করা।
ঙ) যথা সম্ভব ভালো খাবার খাওয়া।
চ) নবীর পরিবারের জন্য দোয়া, দরুদ পাঠ করা।
বর্জনীয় :-
ক) কাল্পনিক তাযিয়া বা নকল করব বানানো থেকে বিরত থাকা।
খ) তাযিয়া বানিয়ে তা কাধেঁ করে বহন করে সড়ক প্রদক্ষিণ করা।
গ) তাযিয়ার সামনে হাত জোড় করে সম্মান প্রদর্শন করা বা নকল কবরে অর্থ দান করা।
ঘ) নিজের দেহকে আঘাত করে রক্তাক্ত করা।
ঙ) শোক বা মাতম করা ও পিপাসার্ত থাকা, মেহেদী লাগানো, গোসল করা, নুতন কাপড় পরিধান করা।
চ) ঘোড়ায় সজ্জিত হয়ে প্রদর্শণী করা বা সুগন্ধি ব্যবহার করা।
ছ) বাদ্যযন্ত্রের তালে প্রদর্শণী করা।
জ) বাচ্চাদের ভিক্ষুক বানিয়ে ভিক্ষা করানো।
ঝ) কালো ও সবুজ রঙের বিশেষ পোশাক পরিধান করা।
ঞ) আশুরার দিন সুরমা লাগানো।
ট) আশুরার দিনকে ঈদ বানানো।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন