চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপি কৃষি মেলার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩ দিনব্যাপি ‘কন্দাল ফসল উন্নয়ন’ প্রকল্পের আওতায় “কৃষি মেলা-২০২৩” এর উদ্বোধন করা হয়।

শুক্রবার (২৮ জুলাই) বিকালে উপজেলা কৃষি অফিস চত্বরে অনুষ্ঠিত মেলার উদ্বোধন করেন স্থানীয় সাংসদ (শিবগঞ্জ-১, চাঁপাইনবাবগঞ্জ) ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। উপজেলা চত্ত্বর থেকে কৃষকদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে আলোচনা সভা কার্যক্রম শুরু হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম।এছাড়া আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুনাইন বিন জামান সহ আরও অনেকে।

মেলায় কন্দাল ফসল যেমনঃ আদা, গোল আলু চাষসহ বিভিন্ন প্রযুক্তির ব্যবহার যেমনঃ পলিনেট হাউস, কুলিং চেম্বার, আধুনিক ও সনাতন কৃষি যন্ত্রপাতি, বেস্ট শপ (প্রাকৃতিক খাদ্য-শস্য), মধু কর্ণার, জৈব কৃষি, বীজ কর্ণার, মিঞা শাহী পান হাউস সহ বিভিন্ন স্টলে এসব প্রদর্শিত হচ্ছে। মেলায় সর্বমোট ১৯টি স্টল স্থান পেয়েছে। উপজেলা কৃষি অফিস চত্বরের মেলায় অংশ নেওয়া স্টলসমূহ ঘুরে দেখেন অতিথিরা।