ইউজিসির বার্ষিক মূল্যায়নে ২৩ তম অবস্থানে কুবি
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২১-২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৩ তম অবস্থানে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি)। ১০০ নাম্বারের মধ্যে ৬৯.৯৪ নম্বর পেয়ে ১৯ ধাপ এগিয়েছে কুবি।
শনিবার (১অক্টোবর) ইউজিসির সচিবালয় এবং প্রশাসন বিভাগের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আজ মঙ্গলবার (৪অক্টোবর) কুবির এপিএ ফোকাল পয়েন্ট মো. নাছির উদ্দীন চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এতো চ্যালেঞ্জের পরও অবশ্যই এটি একটি বিরাট অর্জন। এই অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই৷ আমার পূর্ব অভিজ্ঞতা এবং সংশ্লিষ্টদের সাথে নিয়ে গুরুত্বের ভিত্তিতে আমরা কাজগুলো শেষ করেছি।
আমরা আমাদের কর্মপরিকল্পনা তৈরি করে ফেলেছি ইতোমধ্যে। আমি যতদিন দায়িত্বে আছি সবগুলো কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের চেষ্টা করব সকলের সহযোগিতায়। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে লক্ষ্যমাত্রা অর্জনে আরও এগিয়ে থাকবো। ভবিষ্যতে আমাদের লক্ষ্য হচ্ছে শতভাগের কাছাকাছি যেন পৌঁছাতে পারি।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের এপিএ ফোকাল পয়েন্ট এবং অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো: নাছির উদ্দিন বলেন, এপিএ-র বিষয়টা অনেকগুলো লক্ষ্যমাত্রার উপর নির্ভর করে। আমরা চেয়েছি সেসব লক্ষ্যমাত্রাগুলো ফুলফিল করার। তবে আগের উপাচার্যের বিদায় এবং নতুন উপাচার্য স্যার আসার এই সময়টায় আমাদের কার্যক্রম একটু স্লো হয়ে গিয়েছিল। করোনা আর ট্রান্সজেশন পিরিয়ডের কারনে ডিপার্টমেন্টের সাইটেশন মূল্যায়ন এবং শিক্ষার্থীদের আউটকাম কারিকুলামের একটা বিষয় ছিল সেখানে আমরা ভালো স্কোর করতে পারিনি।
তিনি আরো বলেন, ভৌত কার্যক্রমের একটা লক্ষ্যমাত্রা ছিল সেখানে উন্নয়ন প্রজেক্টে ভূমি হস্তান্তরে দেড়ি হওয়ায় নাম্বার কিছু কম আসে। এছাড়াও আরো কিছু লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি ছিল। তবে বর্তমান উপাচার্য স্যার সবগুলো বিষয়ে পদক্ষেপ নিয়েছে, এবং বিষয়ভিত্তিক কমিটি গঠন করে দিয়েছে। আশা করি আমরা এবার আরো ভালো করবো এবং আগামীতে র্যাঙ্কিংয়ে আরো উপরে থাকবো।
এপিএ মূল্যায়নে ২০২১-২২ অর্থবছরে প্রথম স্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (৯৯.৪৭), ঢাকা বিশ্ববিদ্যালয় (৯৪.৪৮) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় (৯৩.৭৫) যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর ইউজিসির বার্ষিক কর্মসম্পাদন চুক্তির এক প্রতিবেদনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৪২তম এবং ১০০’র মধ্যে প্রাপ্ত নম্বর ৩ এর নিচে উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ইউজিসির সাথে যোগাযোগ করা হলে ১০০ নম্বরে ৫৯.৭৩ পেয়ে ২৯তম অবস্থানে আসে তবে তথ্য হালনাগাদ করা হয়নি।
২০১৪-১৫ অর্থবছরে সরকারি দপ্তর-সংস্থা ও প্রতিষ্ঠানের দক্ষতা ও দায়বদ্ধতা বাড়ানোর লক্ষ্যে এই বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) প্রবর্তন করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন