ইবির স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু আজ, এখনও আসন ফাঁকা ৪৮১টি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) এর প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে আজ। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটা থেকে স্ব-স্ব বিভাগ তাদের ওরিয়েন্টেশনের মাধ্যমে নবীনদের ক্লাস শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগ, আল-কুরআন ও এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, মার্কেটিং বিভাগ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ সহ অন্যান্য বিভাগের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষের অনুমোদনক্রমে স্ব- স্ব বিভাগের যথারীতি ক্লাস শুরু করা হয়।
এদিকে ক্লাস শুরু হলেও এখনও বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা ৪৮১ টি। এর মধ্যে এ ইউনিটে ৩৫৪ টি, বি ইউনিটে ৮১ টি, সি ইউনিটে ৪৬ টি আসন ফাঁকা রয়েছে। ফাঁকা আসন পূরনের লক্ষ্যে গণবজ্ঞিপ্তি প্রকাশ করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে এ ইউনিটে ১৫৫৭ থেকে ৯১৭৫, বি ইউনিটে ২৬৩ থেকে ৩৫০০ এবং সি ইউনিটে ৫৮৬ থেকে ২০০০ মেধাতালিকা পর্যন্ত যারা বিভাগপ্রাপ্ত হয়নি তাদেরকে ৮ ও ৯ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট বিভাগের অফিসে উপস্থিত হয়ে ভর্তির আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে বিষয় বরাদ্দ দিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি ১১তম মেধাতালিকা প্রকাশ করা হবে।
এ মেধাতালিকায় বিষয়প্রাপ্ত ভর্তিচ্ছুদের ভর্তির জন্য আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ২ টা থেকে বিকাল ৪ টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাযার্দি সম্পন্ন করতে হবে। গত ১৫ ও ১৬ জানুয়ারী ভর্তির জন্য আগ্রহ প্রকাশকারীর মধ্যে যারা বিষয়প্রাপ্ত হয়নি তাদেরকেও উপরিউক্ত সময়ে স্বশরীরে উপস্থিত হয়ে আগ্রহ প্রকাশ করতে বলা হয়েছে।
এদিকে আজ আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বৃত্তিপ্রদান ও ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুম সালাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও প্রক্টর অধ্যাপক ড. শাহাদাত হোসেন আজাদ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালাম বলেন, আজ বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরু হয়েছে। তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম বিশ^বিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়।
এ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হওয়ার সুযোগ পেয়েছো, তোমরা অনেক ভাগ্যবান। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমাদের বাগানের নতুন ফুল। তোমরা আরো উজ্জল হয়ে উঠবে, এ কামনা করি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন