ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/06/IMG_20230629_001420-720x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার সর্বস্তরের জনগণকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাপ্তাহিক প্রান্ত কথার সম্পাদক ও প্রকাশক রেজওয়ানুল হক বিপ্লব।
বুধবার (২৮ জুন) সাংবাদিকদের দেওয়া এক বিবৃতিতে এই শুভেচ্ছা জানান তিনি।
বিবৃতিতে বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রিয় ঠাকুরগাঁও ৩ ( পীরগঞ্জ ও রানীশংকৈল) উপজেলাসহ দেশ-বিদেশের সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শন স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি। এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে ভাগাভাগি করে সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন। পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক-এই কামনা করছি।
তিনি আরো বলেন”কোরবানির বর্জ্যগুলো পলিব্যাগে ঢুকিয়ে মাটিতে গর্ত করে মাটিচাপা দিয়ে দিন যাতে কোন পশু/পাখি তা ছড়িয়ে ছিটিয়ে পরিবেশকে দুর্গন্ধযুক্ত না করতে পারে।”
পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত আর পবিত্রতায় পশুত্বের কোরবানি হোক এবারের ঈদ আনন্দ। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যে কোরবানি দেই, সেই কোরবানির বর্জ্য যেন অন্যের ক্ষতির কারণ না হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন