বেলকুচিতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত!

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে বেলকুচি উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সোহাগপুর হাট ও মুকন্দগাঁতী বাজার এলাকায় দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজারে কাঁচামরিচ, আদা, মসলা, সেমাই ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য যাচাই, সঠিক ওজনের লক্ষ্যে এ মনিটরিং করা হয়।

এসময় বেলকুচি উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার শিবানী সরকার জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সোহাগপুর হাট ও মুকন্দগাঁতী বাজার এলাকায় বাজার মনিটরিং করা হয়। বাজারে কাঁচামরিচ, আদা, মসলা, সেমাই ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যর দাম যাচাই, ওজন যাচাই করা হয়। বাজার মনিটরিং করার ফলে বাজারের দ্রব্যমূল্য স্বাভাবিক রয়েছে, তবে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে। যাতে অসাধু ব্যবসীরা কোন প্রকার ফায়দা লুটতে না পারে।

বাজার মনিটরিং কার্যক্রমে সহায়তা করেন আনসার বাহিনীর সদস্যসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ প্রমূখ।