ঈদ উপহার ৪৫০ টাকা নেয়া হলো না বৃদ্ধের, পটুয়াখালীতে মোটরসাইকেল চাপায় মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়ায় প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার ৪৫০ টাকা নিতে এসে মোটরসাইকেল চাপায় নুরুল ইসলাম মাঝি (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মে) বিকালে উপজেলার বালীয়াতলী ইউপি কার্যালয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম মাঝি ওই ইউপির ছোট বালীয়াতলী গ্রামের মৃত তোজম্বর মাঝির ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘বিকাল ৩টার দিকে উপজেলার বালীয়াতলী ইউপি কার্যালয়ের সামনের সড়কে তিনি দুর্ঘটনায় পতিত হন। আহতবস্থায় স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে দ্রুত পটুয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন। এ্যাম্বুলেন্সযোগে তাকে পটুয়াখালী নেয়ার পথে পার্শ্ববর্তী উপজেলা আমতলী চৌরাস্তা এলাকায় পৌছুলে তার মৃত্যু হয়।’
প্রত্যক্ষদর্শী সুমন হাওলাদার জানান, ‘ঘটনার সময় প্রধানমন্ত্রীর দেয়া বিশেষ ঈদ সহায়তার নগদ অর্থ নিতে পায়ে হেটে পরিষদে যাচ্ছিলেন নুরুল ইসলাম মাঝি। এসময় একটি পালসার মোটরসাইকেল তাকে চাপা দিলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসা হয়। পরে পটুয়াখালী নেয়ার পথে তার মৃত্যু হয়েছে।’
এ রিপোর্ট লেখার সময় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ‘এখনো পর্যন্ত বিষয়টি আমার জানা নেই। খোজঁ নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন