উপকূলীয় এলাকা ঘুরে দেখলেন ড্যানিশ রাজকুমারী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/04/den-1.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ডেনমার্কের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস মেরি এলিজাবেথ ডোনাল্ডসন তিন দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন। সফরের শেষ দিন বুধবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার উপকূলীয় এলাকা পরিদর্শন করেন তিনি।
সেখানে তিনি জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাতের শিকার জনগোষ্ঠীর সঙ্গে মতবিনিময় করেন। রাজকুমারী প্রথমে কুলতলী গ্রাম পরিদর্শনে যান এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। জলবায়ু পরিবর্তনের ফলে তাদের জীবনে কী ধরনের পরিবর্তন এসেছে, কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে ইত্যাদি বিষয়ে খোঁজ নেন।
সাধারণ জনগোষ্ঠীর সঙ্গে কথা বলা শেষে রাজকুমারী কাছের একটি বহুমুখী সাইক্লোন শেল্টার পরিদর্শনে যান এবং ঘূর্ণিঝড়ের সময় এটি কীভাবে ব্যবহার করা হয়, এর ব্যবস্থাপনা কীভাবে হয় ইত্যাদি বিষয়ে ধারণা নেন।
পরে রাজকুমারী তার সফরসঙ্গীদের নিয়ে বেড়িবাঁধে যান এবং হেঁটে সেখানে বসবাসরত জনগোষ্ঠীর সঙ্গে কথা বলে। বিকেলে রাজকুমারী হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে শ্যামনগর ত্যাগ করবেন।
তার এই আগমন উপলক্ষে সাতক্ষীরার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। সেখানে স্পেশাল সিকিউরিটি ফোর্সের তত্ত্বাবধানে নিরাপত্তা দেওয়া হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন