এক অধ্যাপকের ১৪৫ ডিগ্রি!
এক জীবনে একটি, দুটি বা তিনটি ডিগ্রি জোগাড় করতেই হিমশিম খায় অধিকাংশ মানুষ। সেখানে কিনা ১৪৫ ডিগ্রি! আর এত ডিগ্রির মালিক অধ্যাপক ভি এন পার্থিবান। তিনি ভারতের চেন্নায়ের বাসিন্দা।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ৫৫ বছর বয়সী ভি এন পার্থিবানের ঝুলিতে আছে দশটি মাস্টার্স অব আর্টস ডিগ্রি (এমএ), আটটি মাস্টার্স অব কমার্স ডিগ্রি (এম কম), তিনটি মাস্টার্স অব সায়েন্স ডিগ্রি (এমএসসি), ১২টি রিসার্চ ডিগ্রি (এমফিল), নয়টি মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি (এমবিএ), আটটি মাস্টার্স অব ল ডিগ্রি।
ভি এন পার্থিবানের নেশা একের পর এক ডিগ্রি অর্জন করা। আর পেশা অধ্যাপনা। চেন্নাইয়ের বিভিন্ন কলেজে তিনি ১০০-র বেশি বিষয়ে ছাত্রছাত্রীদের পড়ান। পার্থিবানের ভিজিটিং কার্ডটির চেহারাই দাঁড়িয়েছে একটি ছোটখাটো বইয়ের মতো।
১৪৫টি ডিগ্রি থাকলেও পার্থিবানের অঙ্কে ভয় এখনও কাটেনি। পার্থিবনের দাবি, অঙ্কই একমাত্র বিষয়, যা তিনি এখনও পুরোপুরি আয়ত্তে আনতে পারেননি। জানিয়েছেন, একবার অঙ্ক পরীক্ষায় ফেলও করেছিলেন তিনি।
চেন্নাইয়ের অত্যন্ত গরিব পরিবারে বড় হন পার্থিবান। তাদের পরিবারে পড়াশোনা বিষয়টাই ছিল বিলাসিতা। অনেক কষ্টে জোগাড় করেছিলেন প্রথম ডিগ্রি। সেই জেদ থেকেই ডিগ্রি অভিযানে নামেন তিনি। শেষ ৩৫ বছরে একটিও রোববারও ছুটি কাটাননি এই অধ্যাপক। রোববারগুলোকে তিনি কাজে লাগান প্রস্তুতি এবং পরীক্ষা দেয়ার কাজে।
সাফল্যের জন্য স্ত্রীকে কৃতিত্ব দেন ভি এন পার্থিবন। দুই ছেলেমেয়েকে বড় করার দায়িত্ব স্ত্রীর হাতেই তুলে দিয়েছেন। স্ত্রী-ও অবশ্য কম যান না। পুরোদস্তুর সংসার করার পরও তার ঝুলিতে আছে নয়টি ডিগ্রি।
ভি এন পার্থিবনে এক ছেলে, এক মেয়ে। তারা ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে এমবিএম করেছেন। তবু থামানো যাচ্ছে না পার্থিবানকে। এখনও নতুন নতুন ডিগ্রির জন্য আবেদন করে চলেছেন তিনি। জারি আছে পড়াশোনাও।
তবে পড়া মনে রাখতে গিয়ে অনেক সাধারণ জিনিস ভুলে যান ভি এন পার্থিবান। কাছের মানুষ জনকেও অনেক সময় চিনতে পারেন না তিনি। মাঝেমধ্যে বাড়ির রাস্তাও গুলিয়ে ফেলেন এই অধ্যাপক।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন