এগিয়ে যাওয়ার লড়াইয়ে টটেনহ্যাম-আর্সেনাল
ইপিএলের ১১তম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই জায়ান্ট টটেনহ্যাম-আর্সেনাল। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে সেরা ১০-এ ঢোকার সুযোগ গানারদের সামনে। অন্যদিকে জিতলেই চেলসিকে হটিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করবে স্পাররা। টটেনহ্যাম অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
গত মৌসুমের রুগ্ণ দশা কাটিয়ে আবারো ফর্মে ফিরেছে মরিনহোর টটেনহ্যাম। এ মৌসুমে ১ ম্যাচে হেরেছে। তবে নর্থ লন্ডন ডার্বি বলেই ছড়াচ্ছে যত উন্মাদনা। এ পর্যন্ত দু’দলের ২০০ বারের দেখায় আর্সেনালের ৮২ জয়ের বিপরীতে ৫৩ বার জিতেছে টটেনহ্যাম।
মাসল ইনজুরি কাটিয়ে শুরুর একাদশে ফেরার অপেক্ষায় নর্থ লন্ডন ডার্বির সর্বোচ্চ স্কোরার হ্যারি কেইন। তবে থাকছেন না এরিক লামেলা। সেক্ষেত্রে এ মৌসুমের আক্রমণাত্মক ফর্মেশনে (৪-২-৩-১) ভরসা থাকবে মরিনহোর।
অন্যদিকে, ইনজুরিতে গানার স্কোয়াডে থাকছেন না লুইস, জেমিনেজ, পেপে, পেট্রিরা। তার ওপর লিগের সবশেষ ৫ ম্যাচে তিন হারে চিন্তার ভাঁজ আর্টেটার কপালে। তাইতো এ ম্যাচে কঠিন পরীক্ষাই দিতে হবে আর্সেনালের রক্ষণভাগকে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন