ইনিংস ব্যবধানে হারল ক্যারিবিয়ানরা

ওয়েগনার-সাউদির বোলিং তোপে উড়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের ইনিংস ও ১৩৪ রানে হারিয়েছে কিউইরা। প্রথম ইনিংসে ১৩৮ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অল আউট হয় সফরকারীরা। এর আগে কেন উইলিয়ামসনের ক্যারিয়ার সেরা ২৫১ রানে ভর করে ৭ উইকেটে ৫১৭ রান করে ব্ল্যাকক্যাপরা।

বৃষ্টিবিঘ্নিত আগের দিনেই প্রায় নিশ্চিত হয়েছিলো ওয়েস্ট ইন্ডিজের হার। ৬ উইকেটে ১৯৬ রানে চতুর্থ দিন শুরু করা, জোসেফ-ব্ল্যাকউড ব্যাট করতে থাকেন ধীরস্থিরভাবেই। তবে ব্যক্তিগত ৮৬ রানে ধৈর্যচ্যুতি ঘরে আলজারি জোসেফের। কেই জেমিসনের বলে স্যাটনারের হাতে ক্যাচ দিয়ে, ফেরেন সাজঘরে। টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয় শতক তুলে ব্ল্যাকউড আউট হন ১০৪ রানে।
শেষের দিকে তাসের ঘরের মতো ভেঙ্গে পরে ক্যারিবিয়ান ব্যাটিং লাইনআপ। নিল ওয়েগনার নিয়েছেন ৪ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার জেতেন কেন উইলিয়ামসন। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ১১ ডিসেম্বর।