এমপি শেখ সেলিমকে প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষে শুভেচ্ছা জ্ঞাপন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/IMG-20240108-WA0015-1-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
গোপালগঞ্জ-২ আসনের নব-নির্বাচিত এমপি শেখ ফজলুল করিম সেলিমকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব গোপালগঞ্জের সাংবাদিকবৃন্দ।
সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় টুঙ্গিপাড়ায় এমপি শেখ ফজলুল করিম সেলিমের নিজ বাস ভবনে এ অভিনন্দন জানান প্রেসক্লাব গোপালগঞ্জের সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান বিটু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল ফাত্তাহ, প্রেসক্লাবের সা. সহ-সভাপতি মিরাজুল হক, দপ্তর সম্পাদক সমর বাইন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সচিব হুসাইন ইমাম সবুজ, ধর্মীয় ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক টি.এম মাহমুদ প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন