কলকাতায় সেরার পুরস্কার নিতে যাচ্ছেন মাশরাফি
মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে গত দু’বছর ধরে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। ঘরের মাঠে একের পর এক সিরিজ জয়। ২০১৫ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ উঠেছিল কোয়ার্টার ফাইনালে। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল খেলেছে সেমিফাইনালে। যেটা দেশের ক্রিকেটে সর্বোচ্চ সাফল্য। আর এসবই সম্ভব হয়েছে মাশরাফির অসাধারণ নেতৃত্বগুনে।
এটা কে না জানে মাশরাফির এই বাংলাদেশ কোনো দলকে ভয় পায় না। এরই স্বীকৃতি পেয়েছেন নড়াইল এক্সপ্রেস। ‘আনন্দবাজার সেরা বাঙালি-২০১৭’-এর সেরা খেলোয়াড়ের পুরস্কার পেতে চলেছেন মাশরাফি। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য পুরস্কার দিয়ে থাকে কলকাতার সবচেয়ে জনপ্রিয় দৈনিক আনন্দবাজার পত্রিকা। শনিবার জাঁকালো এক অনুষ্ঠানের মাধ্যমে সেরাদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
মাশরাফি সপরিবারে সেই অনুষ্ঠানে হাজির থাকছেন। শুক্রবারই তিনি কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়বেন। ৩ আগস্ট মাশরাফির দেশে ফেরার কথা রয়েছে। উল্লেখ্য, এর আগে ‘আনন্দবাজার সেরা বাঙালি’- এর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন হাবিবুল বাশার ও সাকিব আল হাসান। দু’জন এই পুরস্কার পেয়েছিলেন যথাক্রমে ২০০৯ ও ২০১২ সালে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন