কাভার্ডভ্যানে গোপন কামরা, মাদক পাচারের অভিনব কৌশল
কাভার্ডভ্যানে অভিনব কায়দায় গোপন কামরা তৈরি করে মাদক পাচারের অভিযোগে রাজধানীর মাতুয়াইল থেকে দুজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
সোমবার (৪ জানুয়ারি) সকালে রাজধানীর ডিবি কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, এ গোপন কামরার হাইড্রোলিক দরজা গাড়ির ড্যাস বোর্ড থেকে বিশেষ সুইচের মাধ্যমে খোলা ও বন্ধ করা যেত।
আটকদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া ক্যাভার্ডভ্যানটিও পুলিশ হেফাজতে নেয়া হয়।
ডিবি পুলিশ আরও জানায়, অবৈধ জিনিস পরিবহনের উদ্দেশ্যে এ ধরনের গোপন কামরা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। এটি প্রথম একটি বিষয় সেটা আমাদের ডিবি টিম ধরেছে। এখানে শুধু ক্যারিয়ার ধরে কাজ হবে না। এর পেছনে যারা মাস্টারমাইন্ড রয়েছে; তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন