কাশ্মীরে হঠাৎ বন্ধ মোবাইল, ইন্টারনেট!
ভারতের কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলি কয়েকদিন আগেই দাবি করেছিলেন, কাশ্মীরে চাপে রয়েছে জঙ্গিরা। অার জঙ্গিহানার আশঙ্কায়, সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়ে মঙ্গলবার, ৭১তম স্বাধীনতা দিবসে বন্ধ রাখা হল জম্মু ও কাশ্মীরের ইন্টারনেট এবং মোবাইল নেটওয়ার্ক পরিষেবা।
যদিও সে রাজ্যের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাধীনতা দিবসের দিনে জঙ্গিহামলার আশঙ্কা অনেক বেশি থাকে। তাই কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না।
তবে শুধুমাত্র বিএসএনএল–এর ল্যান্ড লাইন পরিষেবাই স্বাভাবিক রাখা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীনগরের বক্সী স্টেডিয়ামে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা হয়। সকাল ৮টা নাগাদ এই অনুষ্ঠান শুরুর আগে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন