কুড়িগ্রামে জেলা পুলিশের উদ্যোগে অভিশপ্ত আগস্ট নাটক মঞ্চস্থ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/08/Kurigram-Police-August-Natoke-Photo-10.08.2023-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জেলা পুলিশ এর উদ্যোগে বাংলাদেশ পুলিশ থিয়েটার এর পরিবেশনায় অভিশপ্ত আগস্ট নাটক মঞ্চস্থ হয়েছে। এটি তাদের ১২০ তম প্রযোজনা।নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নৃশংস হত্যাকান্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে।
বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় পুলিশসুপার কুড়িগ্রাম আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর আমন্ত্রনে কুড়িগ্রাম শেখ রাসেল অডিটরিয়ামে নাটক মঞ্চায়নের আগে বক্তব্য রাখেন— জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ এর সভাপতি মোঃ জাফর আলী,পৌর মেয়র কাজিউল ইসলাম,কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজার রহমান,কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রাজু মোস্তাফিজ প্রমূখ।
নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন— পুলিশ পরিদর্শক মোঃ জাহিদুর রহমান।প্রায় ৫ শতাধিক দর্শক নাটকটি দেখেন ও আবেগাপ্লুত হয়ে পড়েন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন