কুড়িগ্রামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/Screenshot_20240325-191717.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর জেলা ও উপজেলা কমিটির সদস্যদেরকে নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ মার্চ) বিকেল ৪টায় কুড়িগ্রাম জেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভার উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো: তালেবুর রহমান।
দুদক কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামসুল আলম, লালমনিরহাট জেলা দুপ্রক সভাপতি এস.এম আবু হাসনাত, কুড়িগ্রাম জেলা দুপ্রক’র সহসভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ হারুন অর রশীদ মিলন, লালমনিরহাট কালিগঙ্জ দুপ্রক সাধারণ সম্পাদক জাহিদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, দুর্নীতি সমাজ ব্যবস্থায় ক্যান্সারের মত ছড়িয়ে পরছে। প্রতিরোধ এখন জরুরি হয়ে পরছে। উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন