কুড়িগ্রামে বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে শতাধিক শিক্ষার্থী পেল শিক্ষাবৃত্তি
কুড়িগ্রামে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৫ লক্ষ টাকার এককালিন শিক্ষাবৃত্তি প্রদান করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। বুধবার (২৩আগস্ট) দুপুরে শহরের কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটোরিয়ামে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের গভর্ণিং বডির সদস্য ও অনুষ্ঠানের সভাপতি মো. জামাল উদ্দিন।
শিক্ষা প্রসারের লক্ষ্যে বেসরকারি সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন ২০২৩ সালে দেশব্যাপী শুরু করেছে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি কর্মসূচি। এর মাধ্যমে শিক্ষার্থীরা এককালিন হিসেবে নগদ ৪হাজার টাকা এবং এক হাজার টাকার শিক্ষা উপকরণ পাবেন। পর্যায়ক্রমে এই কর্মসূচি সারাদেশে চলমান থাকবে বলে অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন