কুড়িগ্রামে শিশু একাডেমির জাতীয় অনুষ্ঠান ‘বৈশাখের রং লাগাও প্রাণে’
কুড়িগ্রামে শুক্রবার থেকে শুরু হচ্ছে স্কুল ভিত্তিক দলীয় লোকনৃত্য প্রতিযোগিতার জাতীয় অনুষ্ঠান ‘বৈশাখের রং লাগাও প্রাণে’। সারাদেশের জেলা পর্যায়ের প্রতিযোগিতা শেষে ৮ বিভাগের বিজয়ী ৮০ জন শিশু জাতীয় এই প্রতিযোগিতায় অংশ নিবে।
বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে কুড়িগ্রামের শেখ রাসেল অডিটরিয়ামে দুইদিন ব্যাপী এই অনুষ্ঠান হবে। সমাপণী দিনে দেশবরেণ্য সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম জেলা প্রশাসক মো: সাইদুল আরীফের সভাপতিত্বে কুড়িগ্রাম কালেক্টরেট সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক বিশিষ্ট শিশু সাহিত্যিক ছড়াকার আনজীর লিটন, অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন, কুড়িগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মঞ্জুরুল কাদির, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, আহসান হাবীব নীলু, খন্দকার মাহফুজার রহমান প্রমুখ।
গত ২৪ এপ্রিল এই প্রতিযোগিতা শুরু হয়। এতে সারাদেশের ৩০৫টি স্কুলের ১ হাজার ৫২৫ জন শিশু অংশ নিয়েছে।#
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন