ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে মিছিল করেছে জবির সাধারণ শিক্ষার্থীরা

বৃহস্পতিবার (৯ মে) ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে কলা ভবন, ভিসি চত্বর, সাইন্স ফ্যাকাল্টি ঘুরে এসে শান্ত চত্বরে সাধারণ সভার মধ্য দিয়ে শেষ হয়।

সাধারণ সভায় শিক্ষার্থীদের মধ্য থেকে জবির তৃতীয় বর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইব্রাহিম খলিল বলেন বিশ্বের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসরাইলের হামলার তীব্র নিন্দা জানিয়ে সোচ্চার হয়েছে মুসলিম উম্মা এবং বিশ্ববিদ্যালরেয় সাথে একত্বতা ঘোষণা করে ইসরায়েল বিরুদ্ধে আমরাও প্রতিবাদ মিছিল করেছি।

সভায় শিক্ষার্থীরা আরো বলে বিশ্বের মুসলিম উম্মাহকে এক হওয়া লাগবে ফিলিস্তিনের পক্ষে এবং গণহত্যা বন্ধে আমাদের সবাইকে এক হয়ে ইসরাইলের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে

ফিলিস্তিনের রাফা যেই জায়গাটিতে শুধু ইসরায়েল হামলা করেনি সম্প্রতি সেই জায়গাটিতে হামলা করে ইসরায়েল।
এতে করে গোটা বিশ্বের মুসলিম ও আমেরিকার ভিবিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিশ্বের সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর তীব্র নিন্দা জানায় ও যুদ্ধ বন্ধে মিছিল করে।