কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সভা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/09/IMG_20220914_151638-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর চাইল্ড নট ব্রাইড (সিএনবি) প্রকল্পের উপজেলা পর্যায়ে প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত প্রকল্প পরিচিতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর সেন্ট্রাল মনিটরিং অফিসার ভূদেব চন্দ্র রায়, সিএনবি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন এমজেএসকেএস-সিএনবি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার-ইয়ুথ লীড ইলিয়াস আলী প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, বিবাহ রেজিষ্টার, ইমাম ও শিক্ষক বৃন্দ।
উল্লেখ্য প্লান ইন্টার ন্যাশনালের সহযোগিতায় মহিদেব যুব কল্যাণ সমিতি ভূরুঙ্গামারী , নাগেশ্বরী ও ফুলবাড়ি উপজেলার ১টি পৌরসভাসহ ২৫টি ইউনিয়নে বাল্যবিবাহ প্রতিরোধ, ইয়্যুথ লিডারশীপও যুবদের উন্নয়নে কাজ করবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন