কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/01/IMG_20230125_155744-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে কর্মরত ২ জন সহকারি শিক্ষক ও ১ জন অফিস সহকারির অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে উক্ত বিদ্যালয় মাঠে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে বিদায় সংবর্ধনা জানানো হয়। সিনিয়র শিক্ষক জয়নুল আবেদীন, রোকেয়া বেগম ও অফিস সহকারি আবু মুসাকে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন এর সার্বিক তত্বাবধানে এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি মশিউর রহমান এর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা ও তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান।
সোনাহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক সহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধী মহল উপস্থিত ছিলেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন