কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাতীয় শোক দিবস পালিত
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও দোয়া মাহফিলসহ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহন করেছে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠন।
সোমবার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি,বেসরকারি, আধা সরকারি ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন করা হয়। সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান সিরাজ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এএসএম সায়েম, অফিসার ইনচার্জ আলমগীর হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন