কুড়িগ্রামে কিশোরী ফুটবলে চ্যাম্পিয়ন চান্দামারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়
কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কিশোরীদের নিয়ে অনুষ্ঠিত ফুটবল খেলায় কুড়িগ্রাম সদরের হলোখানা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে রাজারহাট উপজেলা সদরের চান্দামারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়।
শনিবার (১১ মার্চ) সকালে হলোখানা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় মাঠে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। আরডিআরএস বাংলাদেশ’র চাইল্ড, নট ব্রাইড প্রকল্প প্রতিযোগিতার আয়োজন করে। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে পুরস্কৃত করা হয় চান্দামারী দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের ২নং খেলোয়াড় রওনক খাতুন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রতিনিধি আশিক বিল্লাহ, কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন