কুড়িগ্রামে তিস্তার চরে বালু মহাল ঘোষণার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
কুড়িগ্রামের রাজারহাটে ফসলি জমিতে বালু মহাল ঘোষণার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। অবিলম্বে বালু মহাল বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় জেলার রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের হাজারো মানুষ তিস্তার চরে ঘন্টাব্যাপি মানববন্ধন করে।
তিন ফসলি জমিতে বালু মহাল বাতিলের জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন। অবিলম্বে ফসলি জমিতে বালু মহাল ঘোষণা বাতিল না করলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন-শিক্ষক আব্দুর রফিক, ইউপি সদস্য সেফারুল ইসলাম, কৃষক সোলজার হোসেন, মাহবুবুর রহমান এবং কৃপা সিন্ধু সরকার প্রমূখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন