কুড়িগ্রামে দুটিসহ সারাদেশে ৫০ টি মডেল মসজিদ উদ্বোধন
তৃতীয় ধাপে কুড়িগ্রাম জেলার সদর উপজেলা ও ফুলবাড়ী উপজেলাসহ সারাদেশে একযোগে ৫০টি মডেল মসজিদ ও ইসলামী সাংষ্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি মডেল মসজিদ ও ইসলামী সাংষ্কৃতিক কেন্দ্রের উদ্বোধনকালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানকে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধুর ১০৩তম জন্মদিনে তার মাগফিরাত কামনা ও পবিত্র রমজান মাসে মুসলিম উম্মার উন্নয়নে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
কুড়িগ্রাম ফায়ার সার্ভিস সংলগ্ন সদর মডেল মসজিদ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী, পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, একুশে পদকে ভুষিত বিশিষ্ট আইনজীবী এস.এম আব্রাহাম লিংকন, সহকারি পুলিশ সুপার নাগেশ^রী সার্কেল মো. সুমন রেজা প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রধানমন্ত্রীর নাম খচিত মডেল মসজিদের ফলকটি উন্মোচন করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত এসব মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা সহ ওজু ও নামাজের আলাদা ব্যবস্থা রয়েছে। এছাড়াও হজযাত্রীদের জন্য রেজিস্ট্রেশন ও প্রশিক্ষণ ব্যবস্থা, ইমাম প্রশিক্ষক কেন্দ্র, ইসলামিক গবেষণা কেন্দ্র ও লাইব্রেরী, হেফজখানা, প্রাক প্রাথমিক শিক্ষা ও কোরআন শিক্ষা ব্যবস্থা, সম্মেলনসহ বিভিন্ন সুবিধা রয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন