কুড়িগ্রামে হত্যাকারীকে গ্রেফতারের দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/05/Kurigram-Bikkhob-Road-Blocked-Photo-01-31.05.2022.mp4-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কুড়িগ্রামে জলিল বিড়ির কারখানার শ্রমিক ও অনার্সের ছাত্র মাঈদুল ইসলাম বাপ্পিকে কুপিয়ে হত্যাকারী খোকন ইসলামকে গ্রেফতার ও ফাঁসির দাবীতে নিহতের লাশ নিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার সকাল ১১টা থেকে শহরের রিভারভিউ মোড় এলাকায় ্মরদেহ রেখে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক করে রাখেন তারা।
গতকাল সোমবার বিকেলে শহরের জলিল বিড়ির কারখানায় তুচ্ছ ঘটনকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মাঈদুল ইসলাম বাপ্পিকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় খোকন। এ ঘটনায় থানায় মামলা হলেও এখনও আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত মাঈদুল ইসলাম পৌরশহরের মাটিকাটা মোড় এলাকার খাদেম আলীর ছেলে ও মজিদা আদর্শ ডিগ্রী কলেজের অর্নাস প্রথম বর্ষের ছাত্র। অভিযুক্ত খোকন একই এলাকার মৃত বোবা নজিরের পুত্র।
এ ঘটনায় সোমবার নিহতের মা বিউটি বেগম বাদী হয়ে সদর থানায় হত্যাকারী খোকন ইসলামকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো: শাহরিয়ার জানান, আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন