কেমন আছেন আইফোনের জন্য কিডনি বেচা সেই যুবক!
কিশোর বয়সে আইফোনের জন্য কালোবাজারে নিজের কিডনি বিক্রি করা চীনের সেই ছেলেটি এখন কার্যত অচল হয়ে পড়ে আছে।
বর্তমানে ২৫ বছরের চীনের সেই যুবকের নাম ওয়াং। কিডনি বিক্রি করে প্রায় আড়াই লক্ষ টাকা পেয়েছিলেন ওয়াং।
ডেইলি মেইলের খবরে বলা হয়, এখন শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে একদম অচল হয়ে ঘরে পড়ে আছেন তিনি। পড়াশুনা বন্ধ হয়ে গেছে অনেক আগেই। সামাজিকভাবে দানের সহায়তায় চলছে জীবন। অস্ত্রোপচারের পর সচল কিডনিটিও ঠিক মতো কাজ করতে না পারায় নিয়মিতই ডায়ালাইসিস করতে হচ্ছে ওয়াংকে।
এর আগে ২০১১ সালে মাত্র ১৭ বছর বয়সে নতুন আইফোন ও আইপ্যাডের জন্য নিজের কিডনি বিক্রি করেন ওয়াং। নিজের স্কুলের বন্ধুদের দেখানোর জন্যই কালোবাজারে বিক্রি করেন কিডনিটি তিনি।
ওয়াংয়ের মায়ের কাছে ঘটনাটি ধরা পড়ে যখন তিনি ছেলের কাছে দামি আইফোন ও আইপ্যাড দেখতে পায়। পরে জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেন ওয়াং।
সে সময় অনলাইনে ওয়াংকে ‘কিডনি মেশিন’ নামকরণও করা হয়েছিল।
যদিও কিডনিটি মূলত বিক্রি করা হয়েছিল ১৮ লক্ষ টাকায়। ওয়াং পেয়েছিল সেই টাকার আড়াই লক্ষ টাকা। বাকিটাকা সব গিয়েছিল দালালের পকেটে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন