কেশবপুরে খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের আয়োজনে ইস্টার সানডে উদযাপিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/03/Keshabpur-31-03-24-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কেশবপুর উপজেলা খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের আয়োজনে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ইস্টার সানডে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে শুভ পুনরুত্থানের উপাসনা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের সভাপতি লুইজ বিশ^াসের সভাপতিত্বে ও মানিক দাসের সঞ্চালনায় কেশবপুর খ্রীষ্টিয়ান কবরস্থানে অনুষ্ঠিত ইস্টার সানডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও উপজেলা খ্রীষ্টিয়ান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রদীপ সিংহ।
উপাসনায় অংশ নেন ও বক্তব্য রাখেন সালভেসান আর্মির জনার্থন দাস, পালক জেমস অমল বৈদ্য, পালক পঞ্চানন দাস, পালক মনোরঞ্জন সরকার, পালক নিখিল বিশ^াস, তপন, উজ্জ্বল প্রমুখ। অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে।
উল্লেখ্য, খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সংবেদনশীল ও আনন্দের।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন