খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
খাগড়াছড়ি পার্বত্য জেলাতে বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিরোধ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলাতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করা হয়েছে। এ মেলা চলবে ৬ দিন, (২০শে জুলাই) বৃহস্পতিবার থেকে (২৬শে জুলাই) বুধবার পর্যন্ত।
এ উপলক্ষে বৃহস্পতিবার(২০শে জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে খাগড়াছড়ি বন বিভাগের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়ি জেলা প্রশাসন কার্যালয় থেকে বর্ণিল আয়োজনে একটি র্যালি বের হয়ে খাগড়াছড়ি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে এসে শেষ হয়।
র্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানে বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন করেন ২৯৮নং আসনে সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস’র চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
খাগড়াছড়ি পার্বত্য পার্বত্যজেলা জেলার সহযোগিতায় জেলা প্রশাসন, খাগড়াছড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ুন কবির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কর্ফোস’র প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন-অর্থ) মাহমুদা বেগম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) টিটন খীসা, পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম।
এসময় অন্যান্যের মাঝে জেলা তথ্য অফিসার বাপ্পি চক্রবর্ত্তী, খাগড়াছড়ি বন বিভাগের সহকারী বন সংরক্ষক শহীদুল ইসলাম তালুকদার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শাহিনা আক্তার, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন দত্ত, খাগড়াছড়ি সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমাসহ সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী শিক্ষার্থী, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি অতিথিদের সাথে নিয়ে খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন