খাগড়াছড়ির শিক্ষক দুলাল চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ রোভার স্কাউট, বিভিন্ন মহলে শুভেচ্ছা
খাগড়াছড়ি পার্বত্য জেলার শিক্ষক দুলাল চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ রোভার স্কাউট নির্বাচিত হয়েছেন। জেলার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩উপলক্ষে শ্রেষ্ঠত্বের কাতারে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন।
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটস এর সম্পাদক মো: দুলাল হোসেন।
গত ১৩ই মে দীঘিনালা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ার পর জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেন। প্রাতিষ্ঠানিক এবং রোভারিং কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম এর আঞ্চলিক কার্যালয় পরিচালক(ভারপ্রাপ্ত) ও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর বিভাগীয় কমিটির সদস্য সচিব ড. গাজী গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
মো: দুলাল হোসেন চট্টগ্রাম বিভাগীয় রোভার স্কাউট শিক্ষক নির্বাচিত হওয়ায় খাগড়াছড়ি জেলা রোভার, পানছড়ি মডেল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ’র গার্ল ইন রোভার শিক্ষক সুখী মারমা, শারিরিক শিক্ষক দিগন্ত চাকমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হযেছে।
তিনি বলেন, “আমার প্রতিষ্ঠানের পাশাপাশি খাগড়াছড়ি জেলায় রোভারিং কার্যক্রমকে আরো গতিশীল করতে সবসময় আমার চেষ্টা অব্যাহত রেখেছি। আমার কাজের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞ।”তিনি আরো বলেন এই অর্জন স্কাউটিং এর মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গঠনে খাগড়াছড়ি জেলা রোভার স্কাউটসের রোভার ও গার্ল ইন রোভার সদস্যদেরকে আরো উৎসাহিত করবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন