খাগড়াছড়ির মহালছড়িতে লীন প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটির কর্মশালা
খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় লীন প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক কর্মপরিকল্পনা বিষয়ক এক দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
কর্মশালায় লীন প্রকল্পের মহালছড়ি কো-অর্ডনেটর সুনয়ন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার শীল। এছাড়াও কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো: আব্দুল জব্বার, লীন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আলো প্রিয় চাকমা।
কর্মশালা সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা ফেসিলিটেটর রুমিয়া চাকমা, তুষার কান্তি খীসা ও সংশ্লিষ্টরা।
এসময় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের মহিলা ও সদস্যবৃন্দ, ইউনিয়ন ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্যবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ কর্মশালায় অংশ নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন