খাগড়াছড়ির মানিকছড়িতে ৩কেজি গাঁজাসহ ব্যবসায়ী আটক
খাগড়াছড়ি পার্বত্য জেলার মানিকছড়ি উপজেলা যোগ্যাছোলা এলাকায় সেনা অভিযানে ক্যাম্প কর্তৃক ০৩কেজি গাঁজাসহ ০১জন গাঁজা ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
শনিবার (৪ঠা মার্চ) সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে ৩ফিল্ড রেজি. আর্টিলারীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুল বারীর নেতৃত্বে একটি টহল উপজেলার যোগ্যাছোলা নামক স্থানে গমন করে ৩কেজি গাঁজাসহ ব্যাবসায়ী মো: রাসেল মিয়াকে(২৫)কে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তি চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার দাঁতমারা এলাকার মৃত. মো: সোলাইমান আলমের ছেলে। পরে উদ্ধারকৃত গাঁজা ও আটক ব্যক্তিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রাত ১০টায় মানিকছড়ি থানায় সোর্পদ করা হয়েছে।
মানিকছড়ি থানার উপ-পরিদর্শক(এস.আই) আওলাদ হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলার রুজু করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন