খাগড়াছড়িসহ আলোর মুখরিত বিদ্যুতের ছোঁয়ায় বদলে যাচ্ছে তিন পার্বত্য জেলা
খাগড়াছড়ি রাংগামাটি বান্দরবান পার্বত্য জেলার আলোর মুখরিত বিদ্যুতের ছোঁয়ায় বদলে যাচ্ছে তিন পাবর্ত্য জেলা। প্রত্যন্ত এলাকার তিন জেলার ৬৫ভাগ মানুষই এসেছে বিদ্যুৎ সুবিধার আওতায়। গেলো ১০বছরে এর আওতায় এসেচে প্রায় দেড় লাখ পরিবার। যার কারণে কেবল অন্ধকার দূর করাই নয় বিদ্যুতকে কাজে লাগিয়ে উপার্জনের নানা পথ খুঁজে পেয়েছে পাহাড় অঞ্চলের মানুষ।
দার্জিলিং খ্যাত পার্বত্য জেলার অন্যতম পর্যটন কেন্দ্র সাজেক। দিগন্ত জোড়া পাহাড়ের ভাজে ভাজে জনবসতি। রয়েছে দূরের পাহাড়ে ভারতের মিজো রাজ্যেও মিজো জনগোষ্ঠীর আনাগোনা। মাত্র বছর খানেক ধরে গ্রীড লাইনের বিদ্যুৎ সুবিধা পাচ্ছেন এখানকার মানুষজন।
আওয়ামীলীগ সরকার সেখানে বিদ্যুৎ দেয়ার পর বদলে গেছে মানুষের জীবন। এখন মধ্যরাত পর্যন্ত কর্মমুখী নানা কাজে ব্যস্ত থাকার সময় পাচ্ছে মানুষ। সমুদ্রপৃষ্ট থেকে ১৮শ ফুট উচ্চতাতেও পাহাড়ের ঘরে ঘরে পৌছে গেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া।
বিদ্যুৎ মানুষের কাছে পৌছে দিয়েছে আয়ের অনেক পথ। ছোট কল-কারখানা আর বৈদ্যুতিক চার্জে চলা গাড়ী চালিয়েও অনেকের উপার্জনের উপায় হয়েছে। গেলো ১০বছরে প্রায় দেড় লাখ পরিবারকে বিদ্যুৎ দেয়া হয়েছে। রাঙ্গামাটির মুসলিমপাড়া বা বালুখালির ত্রিপুরাপাড়াসহ দূর্গম ঘর গুলোতে বিনামূল্যে সৌর বিদ্যুৎও পৌছে দিয়েছে সরকার।
আগামীতে আরও নতুন করে ৪০হাজার পরিবারকে সৌর বিদ্যুৎ সুবিধার আওতায় আনার কাজ চলছে। গত ১০বছওে ব্যবধানে তিন পার্বত্য জেলায় নতুন সঞ্চালন লাইন স্থাপন করা হয়েছে ১হাজার কিলোমিটার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন