খাগড়াছড়ি কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় দুটির পাশে পানছড়ি উপজেলা প্রশাসন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2023/04/Khagrachari-panchari-tno-crack-school-protect-tin-distribiution-pic-11-04-2023.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
খাগড়াছড়ি পার্বত্য জেলা পানছড়ি উপজেলায় কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত বিদ্যালয় দুটির পাশে স্থানীয় প্রশাসন। জেলা পানছড়িতে খোলা আকাশে নিচে পাঠদান করতো। গত (৩রা এপ্রিলের) বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত সংবাদে বিদ্যালয় দুটির জন্য সহযোগিতার হাত বাড়ায় পানছড়ি উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১১ই এপ্রিল) সকাল ১০টায় বড় কলক ও চেংগী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের জন্য ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেয়া হয়। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও সহকারী শিক্ষা কর্মকর্তা স য়ন চাকমা উপস্থিত থেকে প্রধান শিক্ষকদের হাতে ঢেউটিন ও নগদ অর্থ তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপম কান্তি চাকমা ও মো: আলমগীর হোসাইন জানান, আর খোলা আকশের নীচে নয় এখন চাউনির নীচে বসেই কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান নিবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া আফরোজ জানান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে বিদ্যালয় দুটির জন্য ঢেউটিন ও নগদ ৬হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
উল্লেখ্য গত ২রা এপ্রিল দিবাগত রাতের কাল বৈশাখীতে দুটি শ্রেণীকক্ষের চাল দুমড়ে-মুচড়ে উড়িয়ে নিয়ে যায়। তাই ৫ম শ্রেণীর পাঠদান খোলা আকাশের নিচে নিয়মিত পাঠদান চলছিল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন