খাগড়াছড়ি মাটিরাঙ্গায় হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু, বাড়ি পৌছে দিল ২৩ বিজিবি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2022/08/মৃত্যু.jpg)
খাগড়াছড়ি পার্বত্য জেলায় মাটিরাঙ্গা উপজেলায় হিট স্ট্রোকে বৃদ্ধের মৃত্যু, বাড়ি পৌছে দিল ২৩বিজিবি জোওয়ানরা।
জেলার মাটিরাঙ্গায় হিট স্ট্রোকে চান মিয়া(৫৫) নামে আকম্মিক এক জনের মৃত্যু হয়েছে।
শনিবার(১৫ই এপ্রিল ) বিকেলে মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি বাজারে এ ঘটনা ঘটে। প্রয়াত চান মিয়া পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী ছিলেন। তিনি চাঁদপুরজেলার হাজিগঞ্জ জেলার উপজেলার পুর্ব রাজার গাঁও গ্রামের মৃত করিম ব্যাপারির ছেলে বলে জানা যায়।
তবলছড়ি বাজারের স্থানীয় সূত্রে জানা যায়, চান মিয়া দীর্ঘ ৭/৮বছর থেকে তবলছড়ি বাজারে ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত ছিলেন। সে একজন প্রবাসী ছিলেন। দেশে এসে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়ে যায়। জীবন ও জীবিকা নির্বাহের তাগিদে দীর্ঘদিন যাবৎ ক্ষুদ্র ব্যবসা করে অসহায়ভাবে জীবন-যাপন করতেন। গ্রীষ্মের শুরুতে তাপমত্রার প্রখরতায় আকম্মিক হিট স্ট্রোক করে চান মিয়া মারা যায়।
ঘটনার বিষয় বিস্তারিত অবগত হয়ে যামিনীপাড়া জোন কমান্ডার(২৩বিজিবি ) লে. কর্নেল এবিএম জাহিদুল করিমের নির্দেশনা অনুযায়ী জোন এনসিও‘র নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে জোন এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় তাকে বাড়িতে পাঠানো হয়।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন