খালেদার স্বপ্নকে যাদুঘরে পাঠিয়েছেন শেখ হাসিনা : কাদের
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/obai.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে বিএনপিই আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। তাদের সমুচিত জবাব দেওয়ার জন্যই আমরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি। সোমবার কক্সবাজার জেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেত্রী গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সপ্নকে বাক্সবন্ধি করে যাদুঘরে পাঠিয়েছেন।’
বিএনপিকে নালিশ পার্টি উল্লেখ্য করে তিনি বলেন, ‘বিএনপিকে দুর্বল মনে করা ঠিক হবে না। তবে বিএনপি রোহিঙ্গাদের ত্রাণ দিতে এসে যে শো-ডাউনের রাজনীতি করেছে, তার দ্বিগুণ মানুষ গত দু’দিনে আমাদের সমাবেশে সাড়া দিয়েছেন। এতেই প্রমাণিত হয়, সাধারণ মানুষ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়।’
ওবায়দুল কাদের বলেন, আগামী দিনে তরুণরাই আওয়ামী লীগের নেতৃত্বে আসবে। তারা আগামী নির্বাচনে বিএনপিকে ভদ্রভাষায় সমুচিত জবাব দেবে।
এ সময় নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে যাতে কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক ব্যক্তি দলে ঢুকে না পড়েন, সেদিকে নজর রাখার আহ্বান জানান তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, সংসদ সদস্য আবদুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, আওয়ামী লীগ নেতা জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয় প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন